অদ্বৈধ |
নরম ঘুমের ঘোর ভাঙল ? দেখ চেয়ে অরাজক রাজ্য ; ধ্বংস সমুখে কাঁপে নিত্য এখনো বিপদ অগ্রাহ্য ? পৃথিবী, এ পুরাতন পৃথিবী দেখ আজ অবশেষে নিঃস্ব, স্বপ্ন অলস যত ছায়ারা একে একে সকলি অদৃশ্য । রুক্ষ মরুর দুঃস্বপ্ন হৃদয় আজকে শ্বাসরুদ্ধ, একলা গহন পথে চলতে জীবন সহসা বিক্ষুব্ধ । জীবন ললিত নয় আজকে ঘুচেছে সকল নিরাপত্তা, বিফল স্রোতের পিছুটানকে শরণ করেছে ভীরু সত্তা । তবু আজ রক্তের নিদ্রা, তবু ভীরু স্বপ্নের সখ্য : সহসা চমক লাগে চিত্তে দুর্জয় হল প্রতিপক্ষ ! নিরুপায় ছিঁড়ে গেল দ্বৈধ নির্জনে মুখ তোলে অঙ্কুর, বুঝে নিল উদ্যোগী আত্মা জীবন আজকে ক্ষণভঙ্গুর । দলিত হৃদয় দেখে স্বপ্ন নতুন, নতুনতর বিশ্ব, তাই আজ স্বপ্নের ছায়ারা একে একে সকলি অদৃশ্য ॥ |