সিগারেট |
আমরা সিগারেট ৷ তোমরা আমাদের বাঁচতে দাও না কেন ? আমাদের কেন নিঃশেষ করো পুড়িয়ে ? কেন এত স্বল্পস্থায়ী আমাদের আয়ু ? মানবতার কোন্ দোহাই তোমরা পাড়বে ? আমাদের দাম বড় কম এই পৃথিবীতে তাই কি তোমরা আমাদের শোষণ করো ? বিলাসের সামগ্রী হিসাবে ফেলো পুড়িয়ে ? তোমাদের শোষণের টানে আমরা ছাই হই : তোমরা নিবিড় হও আরামের উত্তাপে ৷ তোমাদের আরাম : আমাদের মৃত্যু ৷ এমনি ক'রে চলবে আর কত কাল ? আর কতকাল আমরা এমনি নিঃশব্দে ডাকব আয়ু–হরণকারী তিল তিল অপঘাতকে ? দিন আর রাত্রি—রাত্রি আর দিন ; তোমরা আমাদের শোষণ করছ সর্বক্ষণ— আমাদের বিশ্রাম নেই, মজুরি নেই— নেই কোনো অল্প–মাত্রার ছুটি ৷ তাই আর নয় ; আর আমরা বন্দী থাকব না কৌটোয় আর প্যাকেটে আঙুলে আর পকেটে ; সোনা–বাঁধানো 'কেসে' আমাদের নিঃশ্বাস হবে না রুদ্ধ ৷ আমরা বেরিয়ে পড়ব, সবাই একজোটে, একত্রে— তারপর তোমাদের অসতর্ক মুহূর্তে জ্বলন্ত আমরা ছিট্কে পড়ব তোমাদের হাত থেকে বিছানায় অথবা কাপড়ে ; নিঃশব্দে হঠাৎ জ্বলে উঠে বাড়িসুদ্ধ পুড়িয়ে মারব তোমাদের যেমন করে তোমরা আমাদের পুড়িয়ে মেরেছ এতকাল॥ |