জাগবার দিন আজ |
জাগবার দিন আজ, দুর্দিন চুপিচুপি আসছে ; যাদের চোখেতে আজো স্বপ্নের ছায়া ছবি ভাসছে- তাদেরই যে দুর্দিন পরিণামে আরো বেশী জানবে, মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে । আজকের দিন নয় কাব্যের- আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের ; শরতের অবকাশে শোনা যায় আকাশের বাঁশরী, কিন্তু বাঁশরী বৃথা, জমবে না আজ কোন আসর-ই । আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার- মৃত্যু ঘরের কোণে, আজ আর নেই জেনো নিস্তার, মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট । তবুও তোমার চাই চেতনা, চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না, আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন, আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন ; তাই এসো চেয়ে দেখি পৃথ্বী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি । কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব, কোনখানে দানবের 'মরণ-যজ্ঞ' চলে নিত্য ; পণ করো, দৈত্যের অঙ্গে হানবো বজ্রাঘাত, মিলবো সবাই এক সঙ্গে ; সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির । আজকে শপথ করো সকলে বাঁচাব আমার দেশ, যাবে না শত্রুর দখলে ; তাই আজ ফেলে দিয়ে তুলি আর লেখনী, একতাবদ্ধ হও এখনি॥ |