রেশন কার্ড |
রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেলল ভুলে রেশনের কার্ডটা ; তারপর খোঁজাখুঁজি এখানে ও ওখানে, রঘু ছুটে গেল তার রেশনের দোকানে, সেখানে বলল কেঁদে, হুজুর, চাই যে আটা- দোকানী বলল হেঁকে, চলবে না কাঁদা-কাটা, হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায় ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায় ; কিংবা অফিসে যাও এ রেশন এলাকার, আমার মামার পিসে, কাজ করে ছেলে তার, তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে, ছ'মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে । রঘুবীর বলে কেঁদে, ছ'মাস কি করব ? ছ'মাস কি উপবাস ক'রে ধুঁকে মরব ? আমি তার করব কী ? - দোকানী উঠল রেগে- যা খুশি তা করো তুমি-বলল সে অতি বেগে : পয়সা থাকে তো খেও হোটেলে কি মেসেতে, নইলে সটান্ তুমি যেতে পার দেশেতে॥ |