কহ ভাই কহ রে, অ্যাঁকা চোরা শহরে,
বদ্যিরা কেন কেউ আলুভাতে খায় না ?
লেখা আছে কাগজে আলু খেলে মগজে,
ঘিলু যায় ভেস্তিয়ে বুদ্ধি গজায় না !

শুনেছ কি ব’লে গেল সীতানাথ বন্দ্যো ?
আকাশের গায়ে নাকি টক্‌টক্ গন্ধ ?
টক্‌টক্ থাকে নাকো হ'লে পরে বৃষ্টি—
তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি ।






আকাশের গায়ে কি বা রামধনু খেলে,
দেখে চেয়ে কত লোকে সব কাজ ফেলে,
তাই দেখে খুঁতধরা বুড়ো কয় চটে,
দেখছ কি, এই রঙ পাকা নয় মোটে ॥

ঢপ্ ঢপ্ ঢাক ঢোল ভপ্ ভপ্ বাঁশি,
ঝন্ ঝন্ করতাল্ ঠন্ ঠন্ কাঁসি ।
ধূমধাম বাপ্ বাপ্ ভয়ে ভ্যাবা চ্যাকা,
বাবুদের ছেলেটার দাঁত গেছে দেখা ॥







শোন শোন গল্প শোন, এক যে ছিল গরু,
              এই আমার গল্প হল শুরু ।
                             যদু আর বংশীধর যমজ ভাই তারা,
                                    এই আমার গল্প হল সারা ।







মাসি গো মাসি, পাচ্ছে হাসি
           নিম গাছে তে হচ্ছে শিম্—
হাতির মাথায় ব্যাঙের ছাতা
           কাগের বাসায় বগের ডিম ॥

বল্‌ব কি ভাই হুগ্‌লি গেলুম,
           বল্‌ছি তোমায় চুপি–চুপি—
দেখতে পেলাম তিনটে শুয়োর
           মাথায় তাদের নেইকো টুপি ॥

 

 

  kolkataonline.com<at>gmail.com