Illustration: Bimal Das.
হুলোর গান

বিদ্‌ঘুটে রাত্তিরে ঘুট্‌ঘুটে ফাঁকা,
           গাছপালা মিশ্‌মিশে মখ‌্‌মলে ঢাকা !
জট্‌বাঁধা ঝুল কালো বটগাছতলে,
           ধক্‌ধক্ জোনাকির চক্‌মকি জ্বলে ।
চুপচাপ চারিদিকে ঝোপ ঝাড়গুলো,
           আয় ভাই গান গাই আয় ভাই হুলো ।
গীত গাই কানে কানে চীৎকার ক'রে,
           কোন্ গানে মন ভেজে শোন্ বলি তোরে ।
পূবদিকে মাঝরাতে ছোপ্ দিয়ে রাঙা
           রাতকানা চাঁদ ওঠে আধখানা ভাঙা ।
চট্ ক'রে মনে পড়ে মট্‌কার কাছে
           মালপোয়া আধখানা কাল থেকে আছে ।
দুড়্ দুড়্ ছুটে যাই, দূর থেকে দেখি
           প্রাণপণে ঠোঁট চাটে কানকাটা নেকী !
গালফোলা মুখে তার মালপোয়া ঠাসা,
           ধুক ক'রে নিভে গেল বুকভরা আশা ।
মন বলে আর কেন সংসারে থাকি,
           বিল্‌কুল্ সব দেখি ভেল্‌কির ফাঁকি ।
সব যেন বিচ্ছিরি সব যেন খালি,
           গিন্নীর মুখ যেন চিম্‌নির কালি ।
মন–ভাঙা দুখ্ মোর কন্ঠেতে পুরে
           গান গাই আয় ভাই প্রাণফাটা সুরে ।

 

 

  kolkataonline.com<at>gmail.com